বিয়ে হওয়ার আমল ও দোয়া - বিয়ে বা বিবাহ হওয়ার পরিক্ষীত কুরানি আমল ও দোয়া :- বিসমিল্লাহির রাহমানির রাহীম। সম্মানিত দীনদার মুসলিম ভাই বোন - আসসালামু আলাইকুম।
বর্তমান সময়ে অন্যতম বড় সমস্যা হল সবকিছু মোটামুটি ঠিক থাকার পরও সঠিক সময়ে ছেলে মেয়েদের বিয়ে না হওয়া।
আজকে আমরা জানব ইচ্ছা থাকার পরও সঠিক সময়ে বিয়ে বা বিবাহ না হওয়া কারণ এবং দ্রুত বিয়ে হওয়ার জন্য কুরআনি আমল, দোয়া ও তকবীর।
আজকাল বেশিবাগ সময় যুবক যুবতীরা কম-বেশি খারাপ কাজে লিপ্ত থাকে, যার ফলে মানুষের অন্তরের রোহানী শক্তি কমে যায়, যার কারণে মানুষের দোয়া কুবল হয়না ও রিজিক কমে যায়।
রিজিক মানে শুধু টাকা-পয়সা না, রিজিক হল- উত্তম জীবনসাথী, সুস্থতা, সৌন্দর্য, বিবেক বুদ্ধি ইত্যাদি।
খারাপ কাজগুলো হলো অবৈধ সম্পর্ক, শারীরিক মেলামেশা, খারাপ ভিডিও দেখা, অশালীন পোশাক পরিধান করা, বেশি বাগ সময় Youtube, Facebook, Tiktok, Instagram ইত্যাদি সোসাল মিডিয়ায় আজেবাজে ভিডিও, ও ছবি দেখা ইত্যাদি কারনে মানুষের অন্তরের রোহানী শক্তি ধ্বংস হয়ে যায়।
নিজে একটু সৌন্দর্য হলে অতিরিক্ত সাজগোজের কারনে মানুষের কুনজর ও বদনজর পড়ে যার কারণে মানুষের ভালো তাকদীর পযন্ত খারাপ হয়ে যায়।
""ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর । (মুসলিমঃ ১৪/১৭১) "
কুরআন সুন্নত আলোকে দ্রুত বিয়ে হওয়ার পরীক্ষিত আমল ও দোয়া গুলো হল:
১. উপরে উল্লেখিত সকল খারাপ কাজ সম্পূর্ণরুপে বর্জন করতে হবে।
২. অতীতের পাপকাজ ও গুনাহ মাফ হওয়ার জন্য মহান আল্লাহ কাছে তওবা করা ও ক্ষমা চাইতে হবে।
সকল-সন্ধ্যা ও রাতে মিনিমাম ১১ বার করে এই দোয়া পাঠ করবেন। - "আস্তাকফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়ু্ল আজিম।"
৩. পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোনভাবেই ফজর ও আসরের সালাত মিস করা যাবে না।
৪. বিবাহের নিয়ত করে সূরা আর-রহমান সকাল-সন্ধ্যা তেলাওয়াত করা, অথবা ওযু ও পবিত্র অবস্থায় হেডফোন দিয়ে কানে শুনতে হবে।
মিশরী কারী ওমর হিসাম আল-আরবি কন্ঠে সুরা আর-রহমান Audio Download করুন নিচে দেওয়া লিংক থেকে: https://drive.google.com/file/d/1Zk0WQetTk
নোট: সুরা আর-রহমান পড়া ও শোনার মাধ্যমে আপনার উপর মহান আল্লাহর রহমত নাযিল হবে। আপনার চেহারার মধ্যে নুরানি ভাব চলে আসবে, চেহারা সৌন্দর্য হয়ে যাবে এবং মনের ওয়াসা-ওয়াসা দুর হয়ে যাবে।
৫. আল-কোরানের সুরা আল-কাসাসের আয়াত নং ২৪ প্রতিদিন ওযু ও পবিত্র অবস্থায় বিয়ের নিয়ত করে রাতে হেডফোন দিয়ে কানে শুনবেন।
মিশরী কারী ওমর হিসাম আল-আরবি কন্ঠে সুরা আল- কাসাসের আয়াত নং ২৪ Audio Download করুন নিচে দেওয়া লিংক থেকে: https://drive.google.com/file/d/12aRyPnSY6ZTcuJ3
৬. সপ্তাহে মিনিমাম একদিন হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করা। নামাজের সিজদায় কান্নাকাটি করে দোয়া করা। যেমন: ইয়া মালিকু, ইয়া রাহমানু, ইয়া রাজ্জাকু, হে আল্লাহ আমি গুনাহগারী আমাকে ক্ষমা করুন, বিবাহের মাধ্যমে আমাকে একজন উত্তম জীবন সাথী দান করুন, আমার বিবাহ সম্পূর্ণ করে দিন, আমার দোয়া সমূহ কবুল করুন।
৭. আমল সমূহ করার আগে ও পরে মিনিমাম ৭-বার দরুন শরীফ পাঠ করে বিয়ে জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যেমন: দুরুদে ইবরাহীম পাঠ করা।
দুইটি সহজ ও ছোট দুরুদ হল:
***আল্লাহুম্মা সাল্লি-আলা মুহাম্মাদিন ওয়া-আলা আলি মুহাম্মাদ।
***সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম।
অতিরিক্ত দোয়া ও আমল:
১. সম্ভব হলে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিবাহের নিয়ত করে নফল রোজা রাখা। রোজা রাখার মাধ্যমে আল্লাহ অনেক বড় গুনাহ সমূহ ক্ষমা করে দেন।
২. মনে মনে নিয়ত করবেন বিবাহ ঠিক হলে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ আয়োজন সম্পূর্ণ করবেন।
৩. রাতে খোলা আকশের নিচে জামাকাপড় শুকাতে দেবেন না, কারণ এতে শয়তানের খারাপ বাতাস লাগে।
৪. নিজের সাধ্যমত দান-সদকা করা। যেমন: গরীব অসহায় লোকদেরকে জামাকাপড়, শাড়ি, লুংগি কিনে দিয়ে সাহায্য করা ইত্যাদি।
নোট: মনে রাখবেন জন্ম, মৃত্যু, বিবাহ আল্লাহর ইচ্ছাই হয়। উপরে উল্লেখিত কুরআন সুন্নাহ আমল ও দোয়া সমূহ সহীহ ও পরিপূর্ণভাবে বিশ্বাস ও আমলের মাধ্যমে আপনার দোয়া কবুল হবেই, ২১ দিন, ৪১ দিন অথবা ১২০ দিনের মধ্যেই আল্লাহ আপনার দোয়া কবুলের মাধ্যমে অাপনার বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে, ইনশাআল্লাহ। ইহা একটা পরিক্ষীত তকবির ও ওজিফা আল্লাহ হাফেজ।